নিজস্ব প্রতিবেদন: দেশের অবিবাহিত মহিলাদের মধ্যে সুরক্ষিত যৌন জীবন যাপনের প্রবণতা বাড়ছে। ফলে বেড়েছে গর্ভনিরোধক ব্যবহারের চল।
ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ২০১৫-১৬ সালের রিপোর্টে বলা হচ্ছে, গত দশ বছরে অবিবাহিত মহিলাদের মধ্যে কন্ডোম ব্যাবহারের প্রবণতা ২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১২ শতাংশ। ২০-২৪ বছরের অবিবাহিত মহিলাদের মধ্যে কন্ডোম ব্যবহারের হার সবচেয়ে বেশি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-চোখের সামনে ভৈরবের গর্ভে ডুবে গেল আস্ত একটা বাস, শেষ বাঁচার আর্তি যাত্রীদের! দেখুন দুর্ঘটনার ভিডিও


সমীক্ষায় বলা হয়েছে, দেশের ৯৯ শতাংশ বিবাহিত মহিলা অন্তত একটি আধুনিক গর্ভনিরোধকের কথা জানেন। তবে দেশের মাত্র ৫৪ শতাংশ বিবহিত মহিলা গর্ভনিরোধক ব্যবহারে উৎসাহী। বাকিরা প্রচলিত গর্ভনিরোধক ব্যবহারের পক্ষে। অবিবাহিত মেয়েদের মধ্যে বহুল প্রচলিত গর্ভনিরোধক ব্যবহারের প্রবণতা বেশি হলেও তাঁরা স্টেরিলাইজেশেনের দিকেও ঝুঁকছেন।


গর্ভনিরোধক ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে মণিপুর, বিহার ও মেঘালয়। সবচেয়ে এগিয়ে পঞ্জাব। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লক্ষ্মাদ্বীপে গর্ভনিরোধক ব্যবহারের ব্যবহার সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি চণ্ডীগড়ে।