ওয়েব ডেস্ক: পুস্তিকার নাম 'উত্তরপ্রদেশ পর্যটন-আপর সম্ভাবনায়ন'। তাতে রয়েছে রাজ্যের সমস্ত পর্যটনস্থগুলির সম্পর্কে যাবতীয় তথ্য রয়েছে। রয়েছে সে রাজ্যের পর্যটনমন্ত্রী রীতা বহুগুনা ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবিও। অথচ এই পুস্তিকাতে স্থানই পেল না বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহলের নাম। আর তাতেই বিতর্কে যোগী সরকার।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়ার্ল্ড টুরিজম ডে উপলক্ষে সোমবার 'উত্তরপ্রদেশ পর্যটন-আপর সম্ভাবনায়ন' নামে একটি পুস্তিকা প্রকাশ করে যোগী সরকার। তাতে দেখা যায়, তাজমহলেরই নাম নেই, বদলে পুস্তিকার কভার ফটোতে স্থান পেয়েছে গঙ্গা আরতির ছবি। পুস্তিকা প্রকাশের পর থেকেই বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে সোচ্চার বিরোধীরা।


চলতি বছরেরই জুন মাসে যোগী আদিত্যনাথ বলেছিলেন, রামায়ণ ও ভগবত গীতায় ভারতীয় সংস্কৃতির কথা বলা হয়েছে। তাজমহলের উল্লেখ নেই সেখানে। বিরোধীদের অভিযোগ, যোগীর রাজ্যে এরকম ধরনের ঘটনা কোনও ব্যতিক্রমী দৃষ্টান্ত নয়। সরকার এই বিষয়টি সম্পর্কে প্রথম থেকেই অবগত ছিল।যদিও এবিষযে সরকারের তরফে জানানো হয়েছে, দ্রুত তাজমহলের নাম পুস্তিকায় ঢুকিয়ে দেওয়া হবে।