নিজস্ব প্রতিবেদন: বলিউডি সিনেমা বা একতা কাপুরের সিরিয়ালে এতদিন যে কাহিনী দেখেছেন দর্শকরা, এবার সেটাই ঘটল বাস্তবে...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাগের হত্যাকারীকে শেষ করতে 'চরম' পদক্ষেপ নিল এক নাগিন। একবার, দু'বার নয়, নাগের হত্যাকারীকে সাতবার ছোবল মারল সাপটি। এরপর যা ঘটল, তা এলাকাবাসীকে আরও অবাক করেছে।


উত্তরপ্রদেশের রামপুরের বাসিন্দা এহসান। পেশায় কৃষক। সে জানায়, সাত মাস আগে মাঠে কাজ করতে গিয়েছিল। সেখানে একটা নাগ ও নাগিনকে একসঙ্গে দেখে সে। লাঠি দিয়ে পিটিয়ে নাগটিকে মেরে ফেলে। এরপর সাপের মৃতদেহটা মাটি চাপা দিয়ে দেয়। কোনওমতে পালিয়ে বাঁচে নাগিনটি।


এরপর থেকেই প্রতিশোধের পালা শুরু হয়। নাগের মৃত্যুর প্রতিশোধ নিতে অভিযুক্ত কৃষকের উপর বারবার হামলা চালায় সাপটি। নাগের হত্যার প্রতিশোধ নিয়ে, সাত সাতবার এহসানকে ছোবল মারে প্রাণিটি। কিন্তু প্রতিবারই প্রাণে বেঁচে যায় ওই কৃষক। হাসপাতালে গিয়ে বারবার তার প্রাণরক্ষা হয়। যদিও বর্তমানে প্রাণ সংশয় নিয়ে বাঁচছে অভিযুক্ত ব্যক্তি।


গোটা ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। এতদিন সিনেমা কিংবা একতা কাপুরের সিরিয়ালে যে ঘটনা তাঁরা দেখেছেন, এবার বাস্তবে সেটাই দেখলেন। 


আরও পড়ুন: কংগ্রেসের সঙ্গে বৈঠক Prashant Kishor-র, রাজনৈতিক মহলে জোর জল্পনা


আরও পড়ুন: বাংলা সহ দেশের ৪ রাজ্যে হনুমানের মূর্তি, ঘোষণা প্রধানমন্ত্রী Modi-র


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)