ওয়েব ডেস্ক: কানপুরের পুখরাইয়ায় ট্রেন দুর্ঘটনায় জখম যাত্রীদের হাসপাতালে পৌছাতে গ্রিন করিডর তৈরি করল উত্তর প্রদেশ পুলিস। দুর্ঘটনাস্থল থেকে কানপুর ও লখনউ-এর বিভিন্ন হাসপাতালে  জখম যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে। যাওয়ার পথে কোথাও যাতে অ্যাম্বুলান্স না থামে তার জন্য গ্রিন করিডর।
আরও পড়ুন দিল্লির মতো হাই সিকিওরিটি জোনে অরক্ষিত অবস্থায় পড়ে দু-দুটি বঙ্গভবন


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গ্রীন করিডর আর অপরিচিত শব্দ নয়। বড় মানবিক শব্দ বন্ধনী। বেঁচে থাকার বাঁচিয়ে রাখার এক অদম্য লড়াইয়ের যেন শব্দরূপ। কলকাতা শহরও অভিজ্ঞ এই লড়াইয়ে। উত্তরপ্রদেশেও প্রাণ বাঁচাতে তৈরি হল গ্রীন করিডর। তবে সেখানে দুর্ঘটনায় জখম রোগীদের হাসপাতালে পৌছানোর জন্য। রবিবার ভোরের রেল দুর্ঘটনা কেড়ে নিয়েছে শতাধিক প্রাণ। জখমের সংখ্যা অনেক। সেই জখম সংখ্যা যাতে মৃত্যু সংখ্যাকে আর বাড়িয়ে না তোলে সে জন্য তৈরি হয়েছে গ্রীন করিডর। দুর্ঘটনস্থল থেকে কানপুর ও লখনউয়ের হাসপাতালে জখম যাত্রীদের নিয়ে যেতে   গ্রীন করিডর তৈরি করেছে উত্তরপ্রদেশ পুলিস। গ্রীন করিডর ব্যবস্থা উত্তরপ্রদেশে এটাই প্রথম।  রেলের কর্মীরাই নিয়ন্ত্রণ করছেন এই  গ্রীন করিডর। লখনউ ও কানপুরের বিভিন্ন হাসপাতালে গ্রীন করিডর তৈরি করে পৌছানো হচ্ছে জখম যাত্রীদের।
আরও পড়ুন  নোট বাতিল ইস্যুতে কাল আরও উত্তপ্ত হতে চলেছে সংসদ!