জয়ের জন্য যোগীকে অভিনন্দন Saina-র, ধর্মনিরপেক্ষতা মনে করালেন কংগ্রেস নেতা
আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভার ভোট। তার আগে এই ফল (Uttar Pradesh Zila Panchayat Chairperson Election) উজ্জীবিত করেছে বিজেপিকে।
নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশে জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন নির্বাচনে (Uttar Pradesh Zila Panchayat Chairperson Election) বিজেপির বিরাট জয়ের জন্য যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) অভিনন্দন জানালেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল (Saina Nehwal)। ৭৫ জেলা পঞ্চায়েতের মধ্যে ৬৭টিতে জয়লাভ করেছে বিজেপি (BJP)। ৫টি গিয়েছে সমাজবাদী পার্টির ঝুলিতে। ১ করে আসন জিতেছে রাষ্ট্রীয় লোকদল, জনসত্তা দল ও নির্দল।
গতবছর জানুয়ারিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন সাইনা (Saina Nehwal)। এ দিন তিনি টুইট করেন,'জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন নির্বাচনে জয়ের জন্য যোগী আদিত্যনাথকে অভিনন্দন।'
সাইনার টুইটের বিরোধিতায় সরব হয়েছে বিরোধীরা। রাষ্ট্রীয় লোকদলের সভাপতি জয়ন্ত চৌধুরী বলেন,'মানুষের রায়কে গুঁড়িয়ে দিতে দক্ষ বিজেপি। তাদের জন্য গলা ফাটাচ্ছেন সরকারি শাটলার। ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন সেলেবরা। তাঁদের জবাব দেওয়া দরকার।'
তামিলনাড়ু কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আসলাম বাসার কথায়,'ধর্মনিরপেক্ষতা নিয়ে আপনার ভক্তদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। কেন খেলা ছেড়ে দিচ্ছেন না?'
আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভার ভোট। তার আগে এই ফল উজ্জীবিত করেছে বিজেপিকে। টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন,'উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে বিরাট জয় পেয়েছে বিজেপি। উন্নয়ন, জন পরিষেবা ও সুশাসনের জন্য সাধারণ মানুষের আশীর্বাদ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সুশাসনের নীতি ও দলের কর্মীদের নিরলস পরিশ্রমের জন্য এই ফল।'
আরও পড়ুন- Modi-Mamata-Kovind-কে এক ট্রাক হাড়িভাঙা আম উপহার পাঠালেন Hasina