নাইজেরিয়কে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মার, ভাইরাল ভিডিও
ওয়েব ডেস্ক: রাস্তায় ল্যাম্প পোস্টের সঙ্গে বাঁধা এক ব্যক্তি। তাকে ঘিরে গোটা পাঁচ -ছয় লোক। প্রত্যেকেরই হাতে লাঠি, বাঁশ কিংবা লোহার রড। উন্মত্তের মতো বেধড়কভাবে মারছে ল্যাম্প পোস্টে বেঁধে রাখা ব্যক্তিকে। কাতর কন্ঠে বাঁচার আর্জি জানাচ্ছে সে। আর তা দেখেই মজা লুটছে জনা পঞ্চাশেক লোক। কেউ আবার সেটি ভিডিও-ও করছেন। কিন্তু আক্রান্ত বাঁচানোর কোনও উদ্যোগই দেখা যায়নি কারোর মধ্যে। এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকল দিল্লি। এক নাইজেরিয়কে ল্যাম্প পোস্টে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারল একদল উন্মত্ত জনতা। গত ২৪ সেপ্টেম্বর দিল্লির মালবীয়নগরে ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিও এখন ভাইরাল।
যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই নাইজেরিয় মাদকাসক্ত ও সে চুরি করতে এসেছিল। চুরি করতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে সে আহত হয়। তখনই তাকে ধরে ফেলেন স্থানীয়রা। তারপরই শুরু হয় বেধড়ক মার। ঘটনার পর একটি মামলা রুজু করা হয়েছে। বর্তমানে ওই নাইজেরিয় জেলে রয়েছে। তবে রাজধানীতে ঘটে যাওয়া এই ঘটনার ভাইরাল ভিডিও আরও একবার মানবিকতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।