ওয়েব ডেস্ক : জল্পনার অবসান ঘটিয়ে গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হলেন বিজয় রূপানী। উপমুখ্যমন্ত্রী হয়েছেন নিতীন প্যাটেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দলিত ইস্যুতে গত কয়েক মাস ধরেই উত্তাল গুজরাত। প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ উঠে পরিস্থিতি মোকাবিলায় অপারগ তিনি। এরপরই তাঁকে সরিয়ে রাজ্যের দায়িত্ব নতুন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


আরও পড়ুন- সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে বার্তা ভারতের


যদিও, জল্পনা ছিল নিতীন প্যাটেলকেই মুখ্যমন্ত্রী করা হবে। সেই অনুসারে আজ সকালে সেখানে যান বিজেপি সভাপতি অমিত শাহ। দীর্ঘ বৈঠকের পর অবেশেষে সিদ্ধান্ত নেওয়া হয় বিজয় রূপানীকেই নতুন মুখ্যমন্ত্রী করা হবে।