নিজস্ব প্রতিবেদন: ভক্তরা দেবতাকে এমন প্রণামীও দেন। অন্ধ্র প্রদেশের এক মন্দিরের প্রণামী বাক্স থেকে বেরিয়ে এল মোবাইল ফোন। তাও আবার ‌যে সে ফোন নয়, আইফোন ৬এস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ সপ্তাহে অন্ধ্রের কৃষ্ণা জেলার সুব্রহ্মণ্যম স্বামী মন্দিরের প্রণামী বাক্সে এক ভক্ত রেখে গেলেন ওই মোবাইল ফোন। সপ্তাহ শেষে ওই বাক্স খুলতেই অবাক মন্দির কর্তৃপক্ষ। বেরিয়ে এল ঝকঝকে একটি আইফোন ৬ এস।


আরও পড়ুন-'সেকুলার' রাম মন্দির নির্মাণ করতে চান লালুপুত্র তেজপ্রতাপ


এই ধরনের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে এবার সমস্যায় পড়েছেন মন্দির কর্তৃপক্ষ। কী হবে ওই দামি প্রণামী নিয়ে। বাধ্য হয়েই মন্দির কর্তৃপক্ষ এখন সরকারকে চিঠি লিখেছে। তবে মন্দিরের পক্ষ থেকে জানা গিয়েছে ওই ধরনের কোনও জিনিস প্রণামী বাক্সে পড়লে তা মাটিতে পুঁতে ফেলা হয়।


বিজয়ওয়াড়া থেকে ৬৫ কিলোমিটা দূরে সুব্রহ্মণ্যম স্বামী মন্দির। সাধারণভাবে চোখ, কানের কোনও অসুখ সারনোর জন্য ভক্তরা ওই মন্দিরে এসে মানত করেন।