নিজস্ব প্রতিবেদন: গুজরাটের ভোটে বড় ইস্যু বিকাশ। উন্নয়ন হয়েছে কি হয়নি? হলে কতটা হয়েছে? কতটা বাকি রয়ে গেছে? এ নিয়ে চলছে মোদী-রাহুল তরজা। সরেজমিনে বিকাশের খোঁজ নিতে মোদীর রাজ্যে ২৪ ঘণ্টা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- শিবভক্ত রাহুলকে সামলাতে বিজেপির অস্ত্র সেই 'রামভক্তি'


গুজরাটের ভোটে এবার পরীক্ষার মুখে নরেন্দ্র মোদীর বিকাশ মডেল। বিজলি-সড়ক-পানির মধ্যে দ্বিতীয়টির হাল কেমন, দেখতে বেরিয়ে পড়ি আমরা। ভড়োদা থেকে আমেদাবাদ, মাখনের মতো রাস্তায় মসৃণ গতিতে ছুটে চলল গাড়ি। রাস্তার দু-পাশে নানা শিল্প। ১০%-এর বেশি হারে আর্থিক বিকাশের সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ। উন্নয়নের কয়েনে দু-দিকেই কি একই ছবি? নাকি, দু-পাশটা দুরকম? এ নিয়েই চলছে তরজা।


আরও পড়ুন- ''ইন্দিরার পর মমতা,'' ২৪ ঘণ্টাকে বললেন হার্দিক পটেল


বিকাশ গাণ্ড থায়ো ছে মানে বিকাশ পাগল হয়ে গেছে। বলছে কংগ্রেস। বিজেপির পাল্টা স্লোগান, হু চু বিকাশ। মানে এখানেই বিকাশ হয়েছে। উন্নয়নের পরিসংখ্যানে গুজরাট এগিয়ে। কিন্তু, সাধারণ মানুষ কতদূর শরিক হয়েছেন তাতে? জনাদেশেই জবাব মিলবে আগামী সোমবার।