চাঁদের মাটিতে আছড়ে পড়েছে বিক্রম, সংসদে জানালেন মন্ত্রী
বৃহস্পতিবার লোকসভায় তৃণমূলের এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর দফতরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং।
নিজস্ব প্রতিবেদন: নির্ধারিত স্থান থেকে ৫০০ মিটারের মধ্যে চাঁদের বুকে আছড়ে পড়েছে চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রম। বৃহস্পতিবার লোকসভায় তৃণমূলের এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর দফতরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং।
এদিন মন্ত্রী জানান, চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়েছে বিক্রম। অবতরণের সময় পরিকল্পনা মতো গতিবেগ না কমায় এমনটা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, অবতরণ প্রক্রিয়ার প্রথম পর্ব নির্বিঘ্নে কাটে। ৩০ কিলোমিটার উচ্চতা থেকে ৭.৪ কিলোমিটার উচ্চতায় নামিয়ে আনা হয় যানটিকে। ১,৬৮৩ মিটার প্রতি সেকেন্ড থেকে গতিবেগ কমে হ ১৪৬ কিলোমিটার প্রতি ঘণ্টা। দ্বিতীয় পর্যায়ে গতিবেগ পরিকল্পনার থেকে দ্রুত কমতে থাকে। গতিবেগের এই ফারাকের ফলে লক্ষ্য থেকে ৫০০ মিটারের মধ্যে চন্দ্রপৃষ্ঠে সজোরে আছড়ে পড়ে যানটি।
আরও পড়ুন: বিয়ে করলেই নববধূকে ১০ গ্রাম সোনা উপহার দেবে অসম সরকার!
শেষ পর্বটি বাদে বাকি সমস্ত পর্যায়ে ভারতীয় বিজ্ঞানীরা সফল হয়েছেন বলে জানিয়েছেন জিতেন্দ্র সিং। এমনকী চন্দ্রযান-২-এর অরবিটারের সমস্ত যন্ত্রাংশ সফল ভাবে কাজ করছে বলে জানিয়েছেন তিনি।