ওয়েব ডেস্ক: গাছে ফাঁদ পেতে চিতাবাঘকে কব্জা করলেন গ্রামবাসীরা। উত্তরপ্রদেশের বিজনৌরের সেওহরা গ্রামের ঘটনা। কয়েকদিন থেকেই লোকালয়ে ঢুকে পড়ছিল চিতাবাঘটি। আতঙ্কে তটস্থ হয়েছিলেন গ্রামবাসীরা।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


শেষ পর্যন্ত গ্রামসভা বসিয়ে ফাঁদ পাতার সিদ্ধান্ত নেন তাঁরা। পরিকল্পনা করে গাছের ডালে ফাঁদ পাতা হয়। আর ফাঁদেই পা দেয় চিতাবাঘ। ঘটনাস্থলে গ্রামবাসীদের ভিড়। পৌছেছেন বনদফতরের কর্মীরা। এভাবে পরিকল্পনা করে বাঘ শিকার করে বেজায় খুশি গ্রামবাসীরা। আতঙ্কে কয়েক রাত ঘুম হচ্ছিল না গ্রামবাসীদের। তারাই এখন বলছেন, প্রথমে ভাবা যায়নি এভাবে বাঘ ধরা পড়বে।