নিজস্ব প্রতিবেদন: বিয়ে যেকোনও মানুষের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিয়ে শব্দটা শুনলেই মনটা আনন্দে মেতে ওঠে। সেটা নিজের বিয়ে হোক বা কাছের কোনও মানুষের বিয়েই হোক। আজকাল সোশ্যাল মিডিয়া ঘাঁটলে বহু সুন্দর সুন্দর ওয়েডিং ভিডিও দেখা যায়। যেখানে কখনও দম্পতিরা পরস্পরের প্রতি বা কখনও পরিজনরা প্রিয় মানুষের প্রতি ভালবাসাজ্ঞাপন করেন। বর্তমানে নেটিজেনদের মন কেড়েছে তেমনই একটা ওয়েডিং ভিডিও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেওয়-বৌদির সম্পর্ক বরাবরই খুব মধুর, কাছের এবং  আপন। এতে বন্ধুত্ব রয়েছে। রয়েছে ভালবাসা এবং শ্রদ্ধা। দেওরের বিয়েতে এমনই এক বৌদির নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা। সলমন খান (Salman Khan) এবং মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) অভিনীত 'হাম আপকে হ্যাঁয় কৌন' ছবির 'লে চালি ম্যায় দেওয়র কি বারাত' গানে নাচেন তিনি। 


আরও পড়ুন: ED: ম্যারাথন জেরা, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী


আরও পড়ুন: কালীপুজোয় বাজি পুরোপুরি নিষিদ্ধ নয়, হাইকোর্টের রায় খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট


ভিডিওটিতে দেখা যাচ্ছে, একদিকে দাঁড়িয়ে নববিবাহিত দম্পতি। তাঁদের সামনেই গানের ছন্দে নাচে মেতে উঠেছেন বৌদি। অনেকেই তাঁকে নাচে উৎসাহ দিচ্ছেন।