নিজস্ব প্রতিবেদন: এতদিনের পরম্পরা, সহজে কি ভোলা যায়! মধ্যপ্রদেশে বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে বিপত্তি ঘটিয়ে ফেললেন বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-করোনা আবহে বিক্রি তলানিতে, এর উপর বাজি বন্ধের মামলার খবর পেয়ে আতঙ্কিত ব্যবসায়ীরা



আগামী ৩ নভেম্বর মধ্যপ্রদেশ বিধানসভার একাধিক আসনে উপনির্বাচন। তারই প্রচারে গিয়েছিলেন সিন্ধিয়া। ডাবারায় এক জনসভায় তাঁর বক্তব্য শুনে চমকে গেলেন বিজেপি সমর্থকরা। বক্তব্য রাখতে গিয়ে জ্যোতিরাদিত্য বলেন, 'হাত মুঠো করে প্রতিজ্ঞা করুন হাত চিহ্নে ভোট দেবেন। কংগ্রেসকে ভোট দেবেন' অবশ্য সঙ্গে সঙ্গে সঙ্গেই তা সংশোধন করে নেন বিজেপি নেতা।


উল্লেখ্য, এ বছর মার্চে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর সঙ্গেই দল ছাড়েন দলের ২২ বিধায়ক। সবেমিলিয়ে আগামী ৩ নভেম্বর রাজ্যের ২৮ আসনে উপনির্বাচন হচ্ছে। তারই প্রচারে চাপানউতোর তুঙ্গে।


আরও পড়ুন-করোনা আবহে বিক্রি তলানিতে, এর উপর বাজি বন্ধের মামলার খবর পেয়ে আতঙ্কিত ব্যবসায়ীরা


সম্প্রতি জ্যোতিরাদিত্য অভিযোগ করেছেন, কমলনাথ তাঁকে কুকুর বলেছেন। এনিয়ে তিনি সাদোরায় এক সভায় বলেন,' হ্যাঁ আমি কুকুর। আমার মালিক জনগণ।' তবে ওই অভিযোগ অস্বীকার করেছেন কমলনাথ।