ওয়েব ডেস্ক: রহস্যময় আরও একটি মৃত্যু। ভোপালের অবসরপ্রাপ্ত বনকর্মীর মৃত্যু ঘিরে ব্যপম কেলেঙ্কারী বিতর্ক ফের উস্কে উঠল ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্র খবর, ভোপালের বিজয় বাহাদুর ছিলেন বন দফরের অবসরপ্রাপ্ত কর্মী। ১৯৭৮ সালের আইএফএস ব্যাচের একটি রিইউনিয়ন পার্টিতে সস্ত্রীক বাহাদুর বাবু ওড়িশা গিয়েছিলেন। ১৫ অক্টোবর সেখান থেকে ট্রেনে ফিরছিলেন। পুলিস সূত্রে জানা গেছে, রায়গর স্টেশনে ট্রেন লাইনের ধার থেকে উদ্ধার করা হয় তাঁর মৃত দেহ। বাহাদুর বাবুর স্ত্রী নিতা সিং জানান, এসি কামরার দরজা বন্ধ করতে গিয়েছিলেন। ঠিক তার পর থেকেই নিখোঁজ হয়ে যান বিজয় বাহাদুর। জিআরপি-এর প্রাথমিক অনুমান, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে তাঁর। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তাঁর দেহটিকে।


এরআগে ২০১২ সালে মেডিক্যাল ছাত্রী নম্রতা দামোরের মৃতদেহটিকেও উজ্জয়ীনির কাছে রেল লাইনের ধার থেকে উদ্ধার করা হয়েছিল। সম্প্রতি ব্যপম কেলেঙ্কারির দায়িত্বভার দেওয়া হয়েছে সিবিআইকে। সিবিআই তদন্ত চলাকালীন ব্যপম কেলেঙ্কারিতে নতুন করে একের পর এক মৃত্যু হওয়ায় ফের অস্বস্তিতে কেন্দ্র।