ওয়েব ডেস্ক: আগামি মাস থেকে কয়েকটি শহরের মানুষ তাঁদের কাছের পোস্ট অফিসেই পাসপোর্টের আবেদন করতে পারবেন। এর ফলে বিদেশমন্ত্রক মনে করছে যে, পাসপোর্ট তৈরির ক্ষেত্রে মানুষকে যে হয়রানির শিকার হতে হয়,তা কিছুটা কমানো যাবে। প্রথম ধাপে রাজস্থান, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্নাটক এবং ঝাড়খণ্ড এবং আরও কয়েকটি রাজ্যে এই সুবিধা চালু হতে চলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন 4G থেকে 5G হয়ে যাচ্ছে জিও!


বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানা গিয়েছে যে, বর্তমানে সারাদেশে ৮৯টি পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে। এবার এর অন্তর্ভূক্ত আরও ৩৮টি পাসপোর্ট অফিস চালু হতে চলেছে সারাদেশে। রাজস্থানে পাসপোর্ট সার্ভিস পাওয়া যাবে কোটা, জয়সলমেঢ়, বিকানির, ঝুনঝুনু এবং ঝালাওয়াড়ে। পশ্চিমবঙ্গে আসানসোল, নদিয়া, উত্তর দিনাজপুর এবং উত্তর কলকাতায় পাসপোর্ট তৈরি করতে পারবেন। ঝাড়খণ্ডে দেওঘর, জামশেদপুর এবং ধানবাদে। তামিলনাড়ুতে সালেম, ভেলোর। কর্নাটকে বেলগাম দেবাঙ্গেরে, হাসান, গুলবর্গা এবং মাইসোরে।


আরও পড়ুন সহজ এই কাজটি করলেই ক্যানসার সারিয়ে উঠতে পারবেন


বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে জানিয়েছেন যে, ৩১ মার্চের আগেই এই পরিষেবা সারাদেশে শুরু হতে চলেছে।