ডি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত ছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। সেই প্রজ্ঞার বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করল বিশেষ এনআইএ আদালত। আদালতে হাজিরা না দেওয়া কারণে তাঁর বিরুদ্ধে ওই ব্যবস্থা নিল আদালত। এনিয়ে দুবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল। এই পরোয়ানা অবশ্য জামিন যোগ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সুইং স্টেটে পিছিয়ে কমলা হ্যারিস, হোয়াইট হাউসের আরও কাছাকাছি ট্রাম্প!


ওই ওয়ারেন্ট হল ১৩ নভেম্বর পর্যন্ত রিটার্নেবল। অর্থাত্ আগামী ১৩ নভেম্বরের আগে ১০ হাজার টাকা জরিমানা দিলে ওই ওয়ারেন্ট বাতিল করবে আদালত। ওই ওয়ারেন্ট বাতিল করার জন্য প্রজ্ঞার আইনজীবী ইতিমধ্যেই এনআইএ আদালতে আবেদন করেছেন।


ওই আবেদন প্রজ্ঞা ঠাকুরের আইনজীবী তাঁর মেডিক্যাল সার্টিফিকেট জমা দিয়ে তাঁর অলুস্থতার কথা জানিয়েছেন। আবেদনে লেখা হয়েছে প্রজ্ঞা ঠাকুর বর্তমানে অনুস্থা, তাঁর চিকিত্সা চলছে।


উল্লেখ্য,  ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের মালেগাঁওয়ে এক বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়। আহত হন ১০০ জন। ওইদিন মালেগাঁওয়ে একটি মসজিদের কাছে বাইকে বেঁধে রাখা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটানো হয়। ওই বিস্ফোরণে প্রজ্ঞাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে মহরাষ্ট্র এটিএস। বিস্ফোরণের পর ১৬ বছর কেটে গেলেও এখনও ওই মামলায় কোনও রায় হয়নি।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)