নিজস্ব প্রতিবেদন : গান্ধীর নামের থেকে ছেঁটে বাদ দেওয়া হোক 'মহাত্মা' কথাটি, দাবি এমনটাই। সেই দাবি অনুযায়ী মঙ্গলবার চেন্নাই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন গবেষক এ মুরুগানাথম। কিন্তু এমন মামলা দায়ের করে উল্টে আদালতের কোপেই পড়তে হল মুরুগানাথমকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুরুগানাথমের আবেদন খারিজ করে দিয়ে চেন্নাই হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ও বিচারপতি এম সুন্দর বলেন, এ ধরনের আবেদন আদালতের মূল্যবান সময় নষ্ট করে। আদালতের কাজের পথে বাধা তৈরি করে। একইসঙ্গে এধরনের 'ফালতু' মামলা দায়ের করে আদালতের কাজের সময় নষ্টের জন্য ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে ওই গবেষককে।


আরও পড়ুন, থানায় স্বামীর গান শুনে স্ত্রীর অভিযোগ গলে জল! ভাইরাল ভিডিও


গান্ধীর নামের আগে 'মহাত্মা' শব্দটি যোগ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুরুগানাথম। তাঁর দাবি ছিল, 'মহাত্মা' শব্দের ব্যবহার সংবিধানকে লঙ্ঘন করছে।