তিন সন্তানকে নিয়ে জলপান মায়ের, দেখুন ফরেস্ট অফিসারের ভিডিয়ো
ভিডিয়োয় দেখা যাচ্ছে জঙ্গলের গভীরে একটি জলাশয়ে সারিবদ্ধভাবে জল পান করছে বাঘিনী ও শাবকগুলি।
নিজস্ব প্রতিবেদন : তিন খুদে সন্তানকে নিয়ে জলপান করছেন মা। শুক্রবার সকালে পেঞ্চ টাইগার রিজার্ভে তিন খুদেসহ জলপান করতে দেখা গেল মা বাঘিনীকে। আর সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করে টুইট করলেন ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দ।
ভিডিয়োয় দেখা যাচ্ছে জঙ্গলের গভীরে একটি জলাশয়ে সারিবদ্ধভাবে জল পান করছে বাঘিনী ও শাবকগুলি। ভিডিয়ো পোস্ট করার সঙ্গে সুশান্ত জানান, "বাঘ সাধারণত দুই সপ্তাহ পর্যন্ত খাবার ছাড়া বেঁচে থাকতে পারে। কিন্তু জল ছাড়া চার দিনের বেশি থাকতে পারে না।"
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মন কেড়েছে এই ভিডিয়ো। ১৭৪ বার রিটুইট ও ৬,৬০০-এরও বেশি ভিউ পেয়েছে ভিডিয়োটি।
মনে করা হচ্ছে বাঘটি পেঞ্চ টাইগার রিজার্ভের বিখ্যাত 'কলারওয়ালি' বাঘিনী। ১৩ বছরে মোট ২৯টি শাবকের জন্ম দিয়েছে বাঘিনীটি। গোটা বিশ্বে এটি রেকর্ড। তাই কলারওয়ালির উপর বিশেষ নজর রাখেন বন দফতরের কর্মীরা। জানুয়ারি মাসেই চারটি শাবকের জন্ম দেয় বাঘিনীটি। তাদের নিয়েই জল পান করতে এসেছিল কলারওয়ালি।