ওয়েব ডেস্ক: ২০০৫-এর স্মৃতি উসকে ফের জলভাসি মুম্বই। টানা বৃষ্টিতে দাদার, বান্দ্রার কোথাও কোমর জল, কোথাও বুক জল। বাণিজ্যনগরীতে এখন টাইফুনের মতো খেয়ালি আবহাওয়া। শহরের বেশিরভাগ রাস্তাই এখন নদীর চেহারা নিয়েছে। বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বাকি রাস্তায় জল ঠেলে যান চললেও চলছে ধীরগতিতে। রেল লাইনে জল উঠে যাওয়ায় কুরুলা শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয়েছে। আগামী চব্বিশ ঘণ্টায় চলবে ভারী বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উদ্বেগ আরও বাড়িয়েছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দেশের বাণিজ্যনগরীর এমন জলবন্দি অবস্থায় আশঙ্কিত বণিক মহল।