নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে(WB Assembly Election 2021) দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের ভোটের প্রচারে জোর কদমে নেমে পড়তে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, বাংলায় বিজেপির জয় হবেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-প্রার্থী পছন্দ নয়, দলের ভিতর দ্বন্দ্ব ঘিরে বিড়ম্বনায় অনুব্রত মন্ডল


বুধবার দলের সংসদীয় কমিটির বৈঠকে মোদী(Narendra Modi) বলেন, মানুষের কাছে পৌঁছে যান। এবার বাংলায় বিজেপির জয় নিশ্চিত। দলের যেসব নেতা নির্বাচনের দায়িত্বে রয়েছেন তাঁরা নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করুন।


উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করেছেন নরেন্দ্র মোদী।  এদিনের সভায় অভিনেতা মিঠুন চক্রবর্তী(Mithun Chakraobortti) বিজেপিতে যোগ দেন। এবার ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। এমনটাই খবর দলীয় সূত্রে।


আরও পড়ুন-টিকিট ক্ষোভে 'বেসুরো' পশ্চিম মেদিনীপুরের দাপুটে TMC নেতা


উল্লেখ্য, আগামী ২৭ মার্চ থেকে  মোট ৮ দফায় বিধানসভা নির্বচনের ভোটগ্রহণ করা হবে বাংলায়।  ফল ঘোষণা হবে ২ মে।