নিজস্ব প্রতিবেদন: সোমবার রাজ্যে সপ্তম দফার ভোটগ্রহণ। ইতিমধ্যেই সকাল সাতটা থেকে বুথে বুথে শুরু হয়ে গিয়েছে ভোটদান পর্ব। সকাল ৬ টা বেজে ৪৭ মিনিটে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি লেখেন, 'আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ। মানুষকে অনুরোধ তাঁরা যেন কোভিড সংক্রান্ত সকল প্রোটোকল মেনে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Bengal Seventh Phase Vote 2021 Live Updates: শুরু সপ্তম দফার ভোট, উত্তেজনা জেলায় জেলায়


প্রসঙ্গত, আজ পাঁচ জেলার ৩৪ আসনে ভোট গ্রহণ। কলকাতার চারটি আসন (কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ), দক্ষিণ দিনাজপুরে ৬টি আসন (কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর,হরিরামপুর), মালদার ৬টি আসন (হাবিবপুর, গাজল, চাঁচোল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া), মুর্শিদাবাদে ৯টি আসন (ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ , সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম), পশ্চিম বর্ধমানে ৯টি আসনে (পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি ) আজ ভোট। করোনায় প্রারথীর মৃত্যুর কারণে এই দফায় ভোট হচ্ছে না মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে। মে মাসে ঐ দুই আসনে ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।