ওয়েব ডেস্ক: "মাওবাদীদের স্ব-অর্ন্তদর্শনের প্রয়োজন রয়েছে। দীর্ঘ তিন দশক ধরে তাঁরা যে লড়াই চালিয়ে আসছে তার সামাজিক প্রভাব কি? সমাজ মাওবাদীদের মতাদর্শ থেকে কি সুফল পেয়েছে?", মাও নেতাদের এক হাত নিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রবীণ নেতা ইন্দ্রেশ কুমার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"মাওবাদীদের আমারা শত্রু মনে করি না। কিন্তু সিপিআই (মাওবাদী) কে অবশ্যই নিজেদের স্ব-অর্ন্তদর্শন করার প্রয়োজন রয়েছে। তাঁদের আন্দোলনের প্রভাব কি তা ভেবে দেখা দরকার", মন্তব্য RSS নেতা ইন্দ্রেশ কুমারের। জাতীয় নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক ফোরামের অনুষ্ঠানে এসে এই অভিমত প্রকাশ করেন ইন্দ্রেশ কুমার।


মাওবাদীদের উদ্দেশ্যে তিনটি প্রশ্নও রেখেছেন তিনি-
১. যুব সম্প্রদায়ের কাছে কোনও কর্মের হদিস মাওবাদীরা দিতে পেরেছেন?
২. উন্নয়নে মাওবাদীদের ভূমিকা কী?
৩. জনসাধারণকে কী শিক্ষা মাওবাদীরা দেন?

তিনি আরও বলেন, "গণমাধ্যমেরও উচিত মাওবাদীদের কাছে এই প্রশ্ন গুলো তুলে ধরা"।


উল্লেখ্য এই মন্তব্যের ২ দিন আগেই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং মাওবাদীদের উন্নয়ন প্রসঙ্গে বলেছিলেন, অতি বাম আন্দোলন দমন করার একমাত্র উপায় উন্নয়ন, কখনই 'বন্দুক নয়'।