নিজস্ব প্রতিবেদন: কুলভূষণ যাদবের মা ও স্ত্রীর সঙ্গে পাকিস্তানের দুর্ব্যবহার নিয়ে বিতর্কিত মন্তব্য সপার রাজ্যসভার সাংসদ নরেশ আগরওয়ালের। এদিন তিনি বলেন, 'পাকিস্তানের কাছে কুলভূষণ একজন জঙ্গি। তাই তারা যা করেছে বেশ করেছে। আমাদেরও জঙ্গিদের সঙ্গে একইরকম ব্যবহার করা উচিত।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - কাশ্মীর দখল করতে কলকাতাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার ডাক আল কায়দার


গত সোমবার ইসলামাবাদে কুলভূষণের সঙ্গে দেখা করেন তাঁর স্ত্রী ও মা। সাক্ষাতের আগে তাঁদের টিপ, চুড়ি ও মঙ্গলসূত্র খুলতে বাধ্য করে পাক বিদেশমন্ত্রক। খুলে নেওয়া হয় জুতোও। বাকি সরঞ্জাম ফিরিয়ে দিলেও জুতোজোড়া বাজেয়াপ্ত করে পাক কর্তৃপক্ষ। স্বামীর সঙ্গে ২২ মাস পর দেখা করে খালি পায়েই পাক বিদেশমন্ত্রকের দফতর থেকে বেরোতে হয় কুলভূষণের স্ত্রীকে।



এ নিয়ে এদিন নরেশ আগরওয়াল বলেন, কুলভূষণকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এত বাড়াবাড়ি কেন করছে জানি না। পাক জেলে তো আরও কত ভারতীয় নির্যাতনের স্বীকার হচ্ছেন। তাঁদের নিয়ে তো কোনও মাথা ব্যাথা নেই তাদের।