নিজস্ব প্রতিবেদন:  এদেশের বুকে আঠারো আসুক নেমে। লিখে গেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। আঙ্গিক আলাদা। কিন্তু, আজ সেই আঠারোরই অপেক্ষা শেষ। স্বাগত ২০১৮।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্বের প্রথম কোনও বড় শহর হিসেবে ২০১৮ সালকে বরণ করে নিলো নিউজিল্যাণ্ডের অকল্যান্ড। শহরের কেন্দ্রস্থলের ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে বর্ণিল আলোকচ্ছটার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়।


অকল্যান্ডের স্কাই টাওয়ারে ঝুলন্ত একটি বিশাল ঘড়ির সময় দেখে রাত ১২টা বাজার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে সেখানে জড়ো হওয়া মানুষ। শুরু হয় কাউন্টডাউন। আর ১২টা বাজার সঙ্গে সঙ্গে আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল ছটা। এরপর একে একে ২০১৮ সালকে বরণ করে নেয় গোটা বিশ্ব।



কলকাতাও মেতে ওঠে নতুন বছরকে স্বাগত জানাতে। নিক্কো, ইকো, ভিক্টোরিয়া, চিড়িয়াখানা ভিড়ে ভিড়াক্কার। আবার আলোর মালায় সেজেছে চিরযুবতী পার্ক স্ট্রিট। প্রজন্মের পর প্রজন্ম ধরে বর্ষবরণের অক্লান্ত সাক্ষী কলকাতার এই হৃদপিণ্ড। কিন্তু এবারটা স্পেশাল। আঠারো পূর্ণ করে সাবালক হল তৃতীয় সহস্রাব্দ। সঙ্গে একবিংশ শতাব্দীও।