ওয়েব ডেস্ক : ফের মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী বৈঠক। আগামিকাল দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দাবিদাওয়া নিয়ে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বৈঠকে। এই বৈঠক নিয়ে তাই জল্পনা এখন তুঙ্গে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- স্যানিটারি ন্যাপকিন তৈরি করে ৪ স্কুল পড়ুয়ার সমাজ বদলের ভাবনা!


গতমাসেই ১০ই এপ্রিল বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের পাওনা টাকা দিয়ে দেওয়ার দাবি জানান মুখ্যমন্ত্রী। কথা হয় ঋণের বোঝা নিয়েও। প্রায় আধঘণ্টা বৈঠক হয় দু'জনের মধ্যে। আগের সেই বৈঠকের পর, কাজের অগ্রগতি কেমন? এনিয়ে কাল কথা হতে পারে দু'জনের। আজ সন্ধ্যায় দিল্লি পৌছন মুখ্যমন্ত্রী। একারণেই বৈঠকের সময়সূচি বদলে, আজকের পরিবর্তে আগামিকাল করা হয়েছে সেই বৈঠকের সময়।