নিজস্ব প্রতিবেদন: 'দিদি ও দিদিইই' সম্বোধনে বাংলায় প্রতিটি প্রচারে মমতাকে (Mamata Banerjee) আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। বাংলায় তৃণমূলের বিরাট জয়ের পর সেই 'দিদি'কে অভিনন্দন জানিয়েছেন তিনি। কোভিড পরিস্থিতিতে বাংলার পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধানমন্ত্রী (PM Narendra Modi) টুইট করেছেন,''দলকে আর্শীবাদ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের ধন্যবাদ জানাচ্ছি। আগে বিজেপির তেমন শক্তি ছিল না। তা তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে। মানুষের সেবা করে চলবে বিজেপি। সকল কর্মীদের সাধুবাদ জানাচ্ছি।''



তৃণমূল নেত্রীর উদ্দেশে মোদীর (PM Modi) বার্তা,''পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়ের জন্য মমতা দিদিকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলার মানুষের স্বপ্নপূরণ ও কোভিড মোকাবিলায় সবরকম সহযোগিতা করবে কেন্দ্র।''



বাংলায় দুশোর বেশি আসন নিয়ে প্রত্যাবর্তন করতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। রাত ৮টা পর্যন্ত নির্বাচন কমিশনের (Election Commission) পরিসংখ্যান বলছে, ৩৮ আসনে জিতেছে ও ১৭৪ এগিয়ে শাসক দল। বিজেপি জিতেছে ৮টি। এগিয়ে ৭০ আসনে। 


আরও পড়ুন- নন্দীগ্রামের ফল নিয়ে চাপানউতোর; জয়ী ঘোষণা করার পর অন্য কথা বলছে: Mamata