নিজস্ব প্রতিবেদন: আধার আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার। আগামী সোমবার মামলার শুনানি। বুধবারই মমতা কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, মোবাইলের ফোনের লাইন কেটে দিক। তবুও ফোন নম্বরের সঙ্গে তিনি আধার যুক্ত করবেন না। এমনকি জনসাধারণকে তাঁর পথ অনুসরণ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত ইতিমধ্যেই বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযুক্তিকরণের নির্দেশিকাও জারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তি না করা থাকলেও রেশন দিতে হবে। বুধবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত সরকারি প্রকল্পের সঙ্গে আধার সংযুক্ত করার সময় পাবে সাধারণ মানুষ।। যারা এখনো আধার নম্বর করাননি তাদের ২০১৮-র ৩১ মার্চের মধ্যে তা করতে হবে। দেশে আধার বাধ্যতামূলক হবে কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি ৩০ অক্টোবর। 


সম্প্রতি ব্যক্তির গোপনীয়তার অধিকারকে স্বীকৃতি দিয়েছে আদালত। ভারতীয় সংবিধানের ২১ ধারায় গোপনীয়তার অধিকার সুনিশ্চিত করা হয়েছে বলে জানায় সুপ্রিম কোর্ট। যদিও আধার ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘন করছে কিনা, তা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। এরমধ্যেই আধার আইন চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 


আরও পড়ুন,   আধার না থাকলেও গরিবদের দিতে হবে রেশন, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের