নিজস্ব প্রতিবেদন: আপৎকালে প্রয়োজন পড়লে যাতে ভারত ও আমেরিকা পরস্পরের প্রতিরক্ষা সংক্রান্ত প্রযুক্তির বিনিময় করতে পারে দুই দেশের মধ্যে সেই সংক্রান্ত এক জরুরি চুক্তি আজ, মঙ্গলবার সম্পাদিত হল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৈঠকে একটি 'টেন পয়েন্ট  গাইড' ধার্য হয়েছে।  
ভারত আমেরিকার মধ্যে এটা  চতু্র্থ  ও চূড়ান্ত এক সমঝোতা। ২০০২, ২০১৬ এবং ২০১৮ সালে ইতিমধ্যেই দু দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত বেশ কিছু চুক্তি সম্পন্ন হয়েছে। 'বেকা'র শক্তিতে বলীয়ান ভারত  নিশ্চিত ভাবে আমেরিকার কাছ থেকে যুদ্ধপ্রযুক্তি সংক্রান্ত বেশ কিছু সুবিধা পাবে। এই চুক্তিবলে আমেরিকা ভারতকে তাদের উপগ্রহ এবং সেন্সর তথ্য বিনিময় করতে বাধ্য  থাকবে। এ সবের জেরে ভারত মহাসাগরে চিনের আধিপত্যের ওপরেও নজরদারি চালাতে পারবে ভারত। এমনকি পাকিস্তানের সঙ্গে বালাকোটের মতো কিছু ঘটলেও ভারত আমেরিকার থেকে প্রযুক্তিগত সুবিধা পাবে। 


রাজনাথ সিংয়ের সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী এসপারের এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।


'বেকা'র মাধ্যমে দু'টি দেশই পরস্পরের প্রতি নতুন করে আস্থা ও বিশ্বাস স্থাপন করে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে নতুন দিশা রচনা করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 


আরও পড়ুন: শিশুর রক্তে ভিজে উঠল পেশোয়ারের স্কুল!