ওয়েব ডেস্ক:  সংসদের উভয় কক্ষের সাংসদরা ঠিক কী কী সুবিধা পান। কতই বা তাদের বেতন। জেনে নিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাসিক মাইনে- ৫০ হাজার টাকা।
নির্বাচনী কেন্দ্রে ভাতা- ৪৫ হাজার টাকা
অফিসের জন্য ভাতা- ১০ হাজার টাকা
অফিসে আসার জন্য পেমেন্ট-  ২হাজার টাকা প্রতিদিন
বিনামূল্য ৫০ হাজার ইউনিট বিদ্যুত্‍
ঘরভাড়া ছাড়া থাকার ব্যবস্থা
দুটো ফোন কানেকশন। যাতে দেড় লক্ষ ফ্রি কল করা যায়।
সারা ভারতে ৩৪টা বিজনেস ক্লাবে বিমান ভ্রমণের বিনাখরচে টিকিট।
দেশের যে কোনও জায়গায় এসি ট্রেনে যাতায়াত।



বর্তমানে সাংসদদের মাসিক বেতন ৫০ হাজার টাকা। তা বাড়িয়ে ঠিক দ্বিগুণ অর্থাৎ ১ লক্ষ টাকায় নিয়ে যাওয়ার সুপারিশ করেছে বেতন সংক্রান্ত সংসদীয় কমিটি। নির্বাচনী কেন্দ্র ভাতা বাবদ মাসে ৪৫ হাজার টাকা পান সাংসদরা। তাও দ্বিগুণ করে মাসে ৯০ হাজার টাকায় নিয়ে যাওয়ার সুপারিশ হয়েছে। সব রকমের ভাতা মিলিয়ে এখন সাংসদরা মাসে ১ লক্ষ ৪০ হাজার টাকা পান। সংসদীয় কমিটির সুপারিশ মানা হলে সাংসদদের মাসিক বেতন হবে মাসিক ২ লক্ষ ৮০ হাজার টাকায়।