৩১ অগাস্টের মধ্যে আধার-প্যান লিঙ্ক না করলে, আর এগুলো করতে পারবেন না
ওয়েব ডেস্ক : আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণের নির্দেশ দিয়েছে আয়কর দফতর। বৃহস্পতিবার ৩১ অগাস্ট এই সংযুক্তিকরণের শেষ দিন। করফাঁকি আটকাতে এই পদক্ষেপ নেয় আয়কর দফতর। কিন্তু কেউ যদি আজকের মধ্যে আধার-প্যান লিঙ্কিং না করেন, তাহলে কী হবে?
-বৃহস্পতিবার রাত ১২টা বেজে যাওয়ার পরই আধারের সঙ্গে সংযু্ক্ত নয় এমন প্যান কার্ডগুলি ব্যবহার অযোগ্য হয়ে যাবে।
যদিও, অর্থমন্ত্রকের একটি সূত্র বলছে, এই সময়সীমা ফের বাড়তে পারে। তবে আয়কর দফতর এখনও সময়সীমা বাড়ানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি।
- ইনকাম ট্যাক্স জমা করতে পারবেন না। দ্যা ফিনান্স অ্যাক্ট, ২০১৭-তে স্পষ্ট বলা আছে যে করদাতার আধারের সঙ্গে প্যান সংযুক্ত না থাকলে, নির্দিষ্ট সময়ের মধ্যেও ইনকাম ট্যাক্স ফাইল করা যাবে না।
- আপনাকে নোটিস পাঠানো হবে। আপনাকে ৫০০০ টাকা পেনাল্টি ফি-ও দিতে হতে পারে।
- আপনি কোনও ব্যবসায়িক ক্ষতি, মূলধন ক্ষতি প্রভৃতিতে কোনও ছাড় পাবেন না।
- ইনকাম ট্যাক্স ফাইল না হলে কোনওরকম রিফান্ড আপনি পাবেন না।
- আপনাকে বকেয়া করের উপর সুদ গুনতেও হতে পারে।
সু্প্রিম কোর্টে এখন আধার মামলার রায় ঝুলে রয়েছে। তবে 'রাইট টু প্রাইভেসি'র 'সুপ্রিম' রায় যে এখনই আধার-প্যান সংযুক্তিকরণে কোনও প্রভাব ফেলছে না, তা আগেই স্পষ্ট করে দিয়েছিল UIDAI।
আরও পড়ুন, আধারের সঙ্গে প্যান যুক্ত করতে এই ৫টি বিষয় মেনেছেন তো? মিলিয়ে নিন