ওয়েব ডেস্ক: বাজারে আসছে নতুন ৫০ টাকার নোট। প্রকাশ করা হয়েছে সেই নোটের ছবিও।


  • COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    সামনে রয়েছে ‌যথারীতি কর্মচন্দ গান্ধীর ছবি

  • পিছনে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। থাকছে একটি রথের ছবি 

  • নতুন ২ হাজার টাকা ও পাঁচশো টাকার নোটের আদলই দেওয়া হয়েছে

  • নোটের আকার দৈর্ঘ্য-প্রস্থে ৬৬ মিলিমিটার ও ১৩৫ মিলিমিটার

  • ৫০ সংখ্যা লেখা দেবনাগরীতে

  • ভারত ও আরবিআই শব্দ দুটিও দেবনাগরীতে

  • মহাত্মা গান্ধীর জল ছবি 



গতবছর নভেম্বরে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন নরেন্দ্র মোদী। পাঁচশো ও হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল। সেই জায়গায় এসেছিল নতুন নোট। ৫০ টাকার নতুন নোট আসায় কি বাতিল পুরনো নোট?


আরবিআই জানিয়েছে, আগের নোটগুলি বাতিল নয়। সেগুলি বৈধ।   



আর কয়েকদিন মধ্যে সম্ভবত বাজারে আসছে ২০০ টাকার নতুন নোটও।  


আরও পড়ুন,১,৩০০ ভুলে ১ লাখ ৩০! সামান্য ভুলে বড় বিপদ