বেঙ্গালুরু : এতদিন জানা ছিল হৃদপিণ্ডের প্রতিস্থাপন হয়। কিন্তু এবার আর প্রতিস্থাপন নয়। গাড়িতে করে ৩৭ কিলোমিটার রাস্তা পাড়ি দিল ধুকপুক করা হৃদপিণ্ড। একজন ডাক্তারের গাড়িতে করে পাড়ি দিল এই পরিমাণ রাস্তা। কেঙ্গরির BGS গ্লোবাল হসপিটাল থেকে বোমাস্যান্ড্রার নারায়ণ হেল্থ সিটিতে নিয়ে যাওয়া হয় এই হৃদপিণ্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোনও অ্যাম্বুলেন্সে নয়, দিনের ব্যস্ত ট্র্যাফিক পেরিয়ে ৩৭ কিলোমিটার পথ সে এল ২৮ মিনিটে। বিকেল ৪টে ১৯ থেকে ৪টে ৪৭। এই সময়ের মধ্যে কোনও ট্র্যাফিক জ্যামে পড়তে হয়নি।


দুর্ঘটনার ফলে ১৮ বছর বয়সী এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ব্রেন ডেথ হলে তার পরিবার অঙ্গদানে সম্মত হয়। এরপরই তার হৃদপিণ্ড, যকৃত, কিডনি ও চোখ ৫ জনকে দান করা হয়।