৭২ ঘণ্টা পর্যন্ত পুরাতন টাকার লেনদেন চলবে যেখানে যেখানে
ওয়েব ডেস্ক: ১০ নভেম্বর থেকে ৩১ মার্চ, ২০১৭-এর মধ্যে পুরাতন টাকা ব্যাঙ্কে, পোস্ট অফিসে টাকা জমা দিতে হবে। প্যান কার্ড বা ভোটার কার্ড অথবা পাসপোর্ট নিয়ে টাকা জমা দিতে হবে গ্রাহকদের।
আরও পড়ুন- আজ রাত থেকে ৫০০, ১০০০ টাকার পুরনো নোট বন্ধ, বদলে নতুন ৫০০,২০০০ টাকার নোটের কথা ঘোষণা প্রধানমন্ত্রীর
SBI- চিফ জেনারেল ম্যানেজার পার্থপ্রতিম সেনগুপ্ত জানিয়েছেন, "প্যানিক করার কিছু নেই। কালো বাজারি এবং সন্ত্রাস রুখতে এই পদক্ষেপ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধৈর্য্য ধরে সরকারের সঙ্গে সহযোগিতা করুন। কারো টাকা মারা যাবে না। যাদের কাছে বৈধ টাকা আছে, তাঁদের কোনও ক্ষতি হবে না।"
অর্থনীতি বিশেষজ্ঞ অজিত দে জানিয়েছেন, "ইকনমির সঙ্গে 'সার্জিক্যাল স্ট্রাইক'। ভারতীয় অর্থনীতির জন্য খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে সরকার"।
৭২ ঘণ্টা পর্যন্ত পুরাতন টাকার লেনদেন যেখানে যেখানে চলবে-
*হাসপাতালে চলবে।
*এয়ারলাইনে টিকিট যোগাযোগের ক্ষেত্রে চলবে লেনদেন।
*মিল্ক বুথে ৭২ ঘণ্টা পর্যন্ত চলবে পুরাতন টাকার লেনদেন।
(কেউ অন্যের হয়ে টাকা জমা দেবেন না)