CVC-CBI Joint Meet: দুর্নীতিবাজ যতই ক্ষমতাশালী হোক, শাস্তি হবেই: Narendra Modi
পূর্বতন সরকারকে একহাত নিলেন প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: সেন্ট্রাল ভিজিল্য়ান্স কমিশন (CVC) এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিকেশনের (CBI) কনফারেন্সে দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি (PM Narendra Modi) সাফ জানালেন, দুর্নীতিবাজ যতই ক্ষমতাশালী হোন, বর্তমান সরকার তাঁদের ক্ষমা করবে না। শাস্তি হবেই।
বুধবার দিল্লি থেকে ভার্চুয়ালি ওই কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। তিনি বলেন, "এখন দেশবাসীরা বিশ্বাস করেন যে লুঠবাজ যতই ক্ষমতাশালী হোন না কেন, তাঁদের ক্ষমা করা হবে না। সরকার তাঁদের ছাড়বে না।" তিনি আরও বলেন, "শেষ ৬-৭ বছরের চেষ্টায় আমরা মানুষের মধ্য়ে এই বিশ্বাস তৈরি করতে সমর্থ হয়েছি। এখন মানুষ ভাবতে পারেন যে মধ্যস্থতাকারী ছাড়াও কেউ সরকারি সুবিধা পেতে পারেন।"
এখানেই শেষ নয়। এদিনের বক্তৃতায় পূর্বতন সরকার কংগ্রেস সরকারকেও একহাত নেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তিনি দাবি করেন, আগের সরকার মধ্যে রাজনৈতিক এবং প্রশাসনিক উদ্যোগ কম ছিল। সেজন্যই দুর্নীতি দমনে ওই সরকার সমর্থ হয়নি।