জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুরু হল ৭ দফার লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব মেতেছে দেশ। শুক্রবার অর্থাৎ আজ প্রথম দফায় ভোটগ্রহণ পর্ব মিটল। মোট ২১ রাজ্যে ভোট হয়েছে এদিন। এর মধ্য়ে রয়েছে উত্তরপ্রদেশও। যোগী রাজ্যের ৮০টি লোকসভা আসনের মধ্যে, প্রথম দফায় সাহারানপুর, পিলিভীত, কাইরানা, মুজাফফরনগর, বিজনোর, নাগিনা, মোরাদাবাদ এবং রামপুরে ভোট হয়েছে। আর ভোটের বাজারে ভাইরাল হয়েছেন এক সুন্দরী! বলা ভালো তাঁর উষ্ণতায় তরতর করে পারদ চড়েছে নেটপাড়ার। খবরের শিরোনামে ঈশা অরোরা (Isha Arora)। কে এই কন্য়া, কী করেন তিনি, কেন এসেছেন খবরে? এই সকল প্রশ্নের উত্তর রইল এই প্রতিবেদনে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: প্রথম দফার শক্ত ঘাঁটিতেই সারাদিনে ৪২১টি অভিযোগ বিজেপির!


ঈশা এক রাষ্ট্রায়ত্ত ব্য়াংকের কর্মী। সাহারানপুর লোকসভা নির্বাচনে গাঙ্গোহ বিধানসভা আসনের অংশ মাদারি গ্রামে পোলিং এজেন্টের ভূমিকায় পাওয়া যাচ্ছে। ঈশা যখন তাঁর বাকি এজেন্টদের সঙ্গে ইভিএম মেশিন নিয়ে বুথে আসেন, তখনই তাঁর ভিডিয়ো ভাইরাল হয়। অতীতেও কিন্তু ঈশা এই একই কাজ করেছেন। অর্থাৎ ভোটের গুরুদায়িত্ব সামলেছেন। তবে সম্প্রতি ঈশার ভিডিয়ো সোশ্য়ালে ভাইরাল হচ্ছে দেদারে। ঈশার সঙ্গে সংবাদসংস্থা এএনআই কথা বলেছে। সেখানে ঈশা ভাইরাল হওয়ার কারণ হিসেবে একেবারে অন্য় কথা বলেছেন। তিনি জানান, 'আমার মনে হয়, আপনাকে যদি কোনও দায়িত্ব দেওয়া হয়, তবে আপনার সময়ানুবর্তী হওয়া উচিত। ঠিক এই কারণেই আমি আমার দায়িত্ব যথাসময়ে পালন করেছি। প্রতিটি পুরুষ এবং মহিলার মসৃণ ভাবে কাজ করার জন্য় সময়নিষ্ঠ হওয়া উচিত। সত্যি বলতে নাহলে নির্বাচনের বড় দায়িত্ব পালন করা সম্ভব নয়। আর আমি আমার ভাইরাল ভিডিয়ো এবং সেখানে মানুষের কমেন্ট দেখার সময় পাইনি। কারণ ভোটের কাজে আমার ব্যস্ততার মধ্য়েই কাটছে। আমার সময়ানুবর্তিতা এবং নিষ্ঠার জন্য়েই ভিডিয়ো ভাইরাল হয়েছে।'



ঈশা মনে করিয়ে দিলেন রিনা দ্বিবেদীর কথা। ২০১৯ লোকসভা নির্বাচনের সময়ে তিনি ভাইরাল হয়েছিলেন। হলুদ শাড়ি ও স্লিভলেস ব্লাউজের সঙ্গেই রিনা বেছে নিয়েছিলেন মানানসই রোদচশমা, স্ট্রেইট করা বাদামি চুল উড়িয়ে বুথ থেকে ইভিএম হাতে তুলে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে রিনা ছিলেন মোহনলালগঞ্জের বুথের দায়িত্বে। ভোটই কিন্তু রিনার জীবন ঘুরিয়ে দিয়েছিল। তিনি পরে জানিয়ে ছিলেন যে, সাধারণ মানুষ তাঁকে দেখলে সেলফি তোলার আবদার জানাতেন। এখানেই শেষ নয় পূর্ত দফতরের সিনিয়র সহকারী পেয়েছিলেন একাধিক ভোজপুরি ছবিতে অভিনয়ের প্রস্তাব। এর সঙ্গেই মডেলিং ইন্ডাস্ট্রিও চেয়েছিল তাঁকে। তবে রিনা এসবই হাসি মুখে ফিরিয়ে দেন। এখন দেখার ঈশার জীবনে কী বদল আসে!


আরও পড়ুন: প্রথম দফার ভোটে হাতির সঙ্গেও লড়তে হচ্ছে প্রশাসনকে, তৎপর বন দফতর...



 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)