ওয়েব ডেস্ক : কাবুলে কেন অপহৃত হতে হল জুডিথ ডিসুজাকে? দেড় দশকের রক্তস্নানের পর ঘুরে দাঁড়ানোর প্রয়াস। আফগানিস্তান পুনর্গঠনে কাজ করছে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ। প্রিন্স আগা খান সংস্থার প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাবুলে কাজ করছিলেন জুডিথ ডিসুজা। তাঁর কাজেই লুকিয়ে রয়েছে তার উত্তর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জুডিথ নামা


ক্যাপাসিটি বিল্ডিং, প্রজেক্ট ডেভেলপমেন্টে ১৪ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর।


কাবুলে লিঙ্গ বৈষম্য, সামাজিক ও আর্থিক ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করছিলেন।


মানব জীবনে বিশ্ব উষ্ণায়নের প্রভাব নিয়ে প্রচার করছিলেন তিনি।


এর আগে কাজ করেছেন বাংলাদেশ, নেপাল, ভূটান, ভারত, কিরগিস্তান, মরিশাস ও শ্রীলঙ্কায়।


বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রকল্পে প্রজেক্ট  ম্যানেজার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।  


বুধবার রাতে পার্টি থেকে ফিরছিলেন। সঙ্গে ছিলেন নিরাপত্তাকর্মী ও ড্রাইভার। তাঁদের অপহরণ করে সশস্ত্র দুষ্কৃতীরা। জুডিথের মতো সমাজকর্মী মৌলবাদীদের অপহরণের তালিকায় উপরের সারিতে থাকবেন এটাই স্বাভাবিক। তাঁর খোঁজ পেতে আফগান প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলছে নয়াদিল্লি।