ওয়েব ডেস্ক : দেশের চিকিত্সা ব্যবস্থা নিয়ে মাঝেমধ্যেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় জনসাধারণকে। ভুল চিকিত্সায় প্রাণ যায় রোগীর। এইরকম পরিস্থিতিতে ভারতীয় ডাক্তারদের নিয়ে WHO যে তথ্য প্রকাশ করল, সেটা পড়ে রীতিমত আঁতকে উঠবেন। WHO বলছে, দেশের অ্যালোপাথিক ডাক্তারদের মধ্যে ৫৭ শতাংশ ডাক্তারেরই কোনও ডাক্তারি যোগ্যতা নেই। আরও ভয়ানক হল, দেশে প্রতি এক লাখ মানুষে ডাক্তারের সংখ্যা মোটে ৩৬ জন!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'হেল্থ ওয়ার্কফোর্স ইন ইন্ডিয়া' নামক ওই রিপোর্টে WHO বলছে, ২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশের অ্যালোপ্যাথিক ডাক্তারদের মধ্যে ৩১ শতাংশের শিক্ষাগত যোগ্যতা মেরেকেটে সেকেন্ডারি লেভেল। আর বাকি ৫৭ শতাংশের তো কোনও ডাক্তারি যোগ্যতাই নেই। গ্রামীণ ভারতে মাত্র ১৮ শতাংশ অ্যালোপ্যাথিক ডাক্তারের ঠিকঠাক ডাক্তারি যোগ্যতা রয়েছে। হোমিওপ্যাথির ক্ষেত্রেও ছবিটা ঠিক এতটাই করুণ। সেখানে মোটে ৪২ শতাংশের ডাক্তারি যোগ্যতা রয়েছে।


তবে রিপোর্টে একটা ভালো দিকও রয়েছে। WHO বলছে, পুরুষ ডাক্তারদের থেকে মহিলা ডাক্তারদের যোগ্যতা কিছুটা হলেও বেশি। পুরুষ ডাক্তাররা যেখানে ৩৮ শতাংশ শিক্ষিত। সেখানে মহিলা ডাক্তারদের ক্ষেত্রে সংখ্যাটা ৬৭ শতাংশ।