ওয়েব ডেস্ক: ভগবান সত্যি আছেন কি নেই এ নিয়ে তর্কের শেষ নেই। কেউ বলে ভক্তকে বিপদ থেকে উদ্ধার করতে ভগবান সর্বদা তাঁর সঙ্গে থাকেন। আবার কেউ বলেন, ঈশ্বর শুধুই মানুষের কল্পনা। ভগবানের দূত বলে আদতেও কিছু হয় না। কিন্তু সত্যি ভক্তকে বিপদ থেকে উদ্ধার করতে ভগবান যদি দূত না পাঠান, তবে সেদিন কে ছিল যে মৃত্যুর মুখ থেকে ওই ভ্যানচালককে বাঁচিয়েছিল? কিসের ছিল সেই আলো যা গাড়ির মুখ থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল ওই লোকটাকে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাঝ  রাতের ফাঁকা হাইওয়েতে তীব্র গতিতে ধেয়ে আসছে একটা কনটেনার ট্রাক। হঠাৎই সেই ট্রাকের সামনে এসে পড়ে একটি ভ্যান। গতিতে নিয়ন্ত্রণে রাখতে না পেরে ট্রাকটি জোর ধাক্কা মারে ভ্যান চালককে। দুর্ঘটনায় চালকের মৃত্যু নিশ্চিত ছিল। কিন্তু এমনটা ঘটেনি। ট্রাকটি ধাক্কা মারার ঠিক আগের মুহূর্তে চালকের সামনে এসে পড়ে এক তীব্র উজ্জবল এক আলো। সঙ্গে সঙ্গে ট্রাক চালক গাড়ি থেকে নেমে আসে। নেমে এসে যা দেখে তাতে সে স্তম্ভিত হয়ে যায়। যে ভ্যানটি তাঁর চখের সামনে ট্রাকের ধাক্কা খেতে চলেছিল সেটা আশে পাশে নেই। বরং ভ্যান্টা সেই জায়গা থেকে


 অনেকটা পিছনে চলে গেছে। ওই ভ্যানের কাছে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। যে আলো সে দেখেছিল, তা একটি তা ওই মেয়েটির চারপাশ ঘিরে রয়েছে। ওই মেয়েটিই ভগবানের দূত হয়ে এসে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে যায় ভ্যান চালককে।


গোটা ঘটনায় ভ্যান চালকের পায়ে সামান্য চোট ছাড়া কিছুই হয়নি। কিন্তু যে মানুষটি তাঁর প্রাণ বাঁচিয়েছিল সেই মেয়েটিকে ধন্যবাদ দেওয়ার সুযোগও ভ্যান চালকটি পায়নি। কিছু বুঝে ওঠার আগেই মিলিয়ে যায় ওই আলো। আর দেখা যায়নি মেয়েটিকে। হয়ত সেদিন সত্যি ঈশ্বর তাঁর দূত পাঠিয়েছিলেন ভক্তকে রক্ষা করতে। অবাক হচ্ছেন তো শুনে? বিশ্বাস না হলে দেখে নিন ভিডিও।