বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পর, আজই চূড়ান্ত হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম
কাউন্টডাউন শুরু। উত্তরপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পর, আজই চূড়ান্ত হয়ে যাবে সেই নাম। মুখ্যমন্ত্রীর পদে যাঁদের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন, রাজ্য সভাপতি কেশব প্রসাদ মৌর্য, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিংহা এবং সিদ্ধার্থনাথ সিং। এনিয়ে কিছু বলতেই রাজি নন রাজনাথ সিং।
ওয়েব ডেস্ক: কাউন্টডাউন শুরু। উত্তরপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পর, আজই চূড়ান্ত হয়ে যাবে সেই নাম। মুখ্যমন্ত্রীর পদে যাঁদের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন, রাজ্য সভাপতি কেশব প্রসাদ মৌর্য, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিংহা এবং সিদ্ধার্থনাথ সিং। এনিয়ে কিছু বলতেই রাজি নন রাজনাথ সিং।
আরও পড়ুন "যারা দল বিরোধী কাজ করেছে তাদের রেয়াত করা হবে না" : রামগোপাল যাদব
মনোজ সিনহা দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর রেসে তিনি নেই। এদিকে আবার বিজেপি সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব কেশব প্রসাদ মৌর্যকেই দিয়েছেন অমিত শাহ। সবমিলিয়ে ধন্দ চরমে। তবে পুরো ছবিটাই পরিস্কার হয়ে যাবে, বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পর। কাল বিকেলে কাশীরাম স্মৃতি ভবনে শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন নোট বাতিলের ফলে প্রভাবে ঘটা এই ভয়ঙ্কর তথ্যটিই নাকি নেই কেন্দ্রীয় সরকারের কাছে!