নিজস্ব প্রতিবেদন: এক ধাক্কায় অনেকটাই নেমে গেল পাইকারি মুদ্রাস্ফীতির হার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানুয়ারির একটি হিসাব অনুযায়ী পাইকারি বাজারে মুদ্রাস্ফীতির হার গিয়ে দাঁড়িয়েছে ২.৭৬ শতাংশে। ডিসেম্বর মাসে এই হার ছিল ৩.৮ শতাংশ। ২০১৮ সালের জানুযারি মাসে এই হার ছিল ৩.০২ শতাংশ। বৃহস্পতিবার কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে।


আরও পড়ুন-শীত বিদায়, এবার খালি পারদ চড়ার পালা, জানাল হাওয়া অফিস


লোকসভা নির্বাচনের আগে জ্বালানির দামকে বাগে আনার পর এবার সর্বনিম্ন স্তরে পৌঁছলো পাইকারি মুদ্রাস্ফীতিও। ফলে ভোটের মুখে আরও খানিকটা স্বস্তিতে মোদী সরকার। 


আলু, পেঁয়াজ, বিভিন্ন ধরনের ফল ও দুধের দাম ডিসেম্বরের তুলনায় কমেছে। জ্বালানির দাম কমাকেই এর একটা কারণ বলে মনে করা হচ্ছে। এ সপ্তাহের গোড়ার দিকে প্রকাশিত হয়েছিল খুচরো মূদ্রাস্ফীতির হার। দেখা গিয়েছে জানুয়ারি মাসের থেকে তা ২.০৫ শতাংশ কমেছে। সবজি, ডিম সহ অন্যান্য খাদ্য পণ্যের দাম নিম্নমুখী।


আরও পড়ুন-দুই বোনের সঙ্গে সম্পর্ক, দুজনকেই বিয়ে! ভ্যালেন্টাইনস ডে-তে নিদারুণ পরিণতি স্বামীর


কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ার প্রবণতা ১.৮৫ শতাংশ কমেছে। গত বছর ডিসেম্বর মাসে এই হার ছিল ৮.৩৮ শতাংশ। এলপিজি ও তেলের দাম কমাও মুদ্রাস্ফীতি কমার কারণ বলে মনে করছেন অনেকে।