জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওড়িশা সফরে যাওয়ার সময় আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনার কথা জানিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে অবশ্য একটা ধোঁয়াশা তৈরি হয়ে যায়। প্রশ্ন ওঠে কোথায় ধরনা দেবেন মমতা, কলকাতায় আম্বদকর মূর্তির নীচে নাকি দিল্লিতে। শেষপর্য়ন্ত অবশ্য মমতা নিজেই তা স্পষ্ট করে দেন যে তিনি রেড রোডেই আম্বেদকর মূর্তির নীচেই ধরনার বসছেন। এর পাশাপাশি আদ দিল্লিতে আম্বদকর মূর্তির নীচে ধরনি দিচ্ছেন তৃণমূল সংসদরা। এনিয়ে এবার কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রেড রোডে মমতার ধরনা; শহিদ মিনারে অভিষেক, অচল হওয়ার আশঙ্কায় ধর্মতলা 


মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে কেন্দ্র।  একশো দিনের টাকা, সড়ক যোজনার টাকা-সহ একাধিক প্রকল্পের চাকা মিলিয়ে সেই টাকার পরিমাণ ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। মুখ্যমন্ত্রীর দাবিকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। বুধবার দিল্লিতে দিলীপ ঘোষ বলেন, দিল্লিতে দিদি আসেননি কারণ উনি জানেন দিল্লি এসে টাকার কথা বললে হিসেব চাওয়া হবে। আমি তো বলেছিলাম, ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকার হিসেব আপনি নিয়ে আসুন, হাতে হাতে টাকা পেয়ে যাবেন। প্রশ্ন একটাই, টাকা নিয়েছেন হিসেব দেবেন। সোজা বিষয়। হিসেবও দেবেন না, চোখও দেখাবেন এটা চলতে পারে না। 


মমতার ধরনা প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন, উনি এক জায়গায় ধরনা দিচ্ছিন। ভাইপো এক জায়গায় ধমকি দিচ্ছেন। ডিএ আন্দোলনকারীরা যেখানে ধরনা করছেন সেখানেই আপনাকে ধরনা দিতে হবে? কলকাতায় আর জায়গা নেই! হুমকি দিয়ে দিয়ে, ডিএ ধরনাকারীদের তুলে দেওয়ার পরিকল্পনা করেছেন। 


অন্যদিকে, কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং এনিয়ে বলেন, কারও টাকা কেন্দ্র আটকে রাখে না। স্বচ্ছতা বজায় রেখেই কাজ করি। গরিব মানুষের পয়সা আমরা আটকে রাখি না।


উল্লেখ্য, আজ বারোটা নাগাদ রেড রোডের ধরনা মঞ্চে চলে আসেন মমতা। মঞ্চে ভারতের সংবিধানে ফুল দেন। পাশাপাশি গ্যাস সিলিন্ডারের  একটি বিশাল কাটআউট মঞ্চে টাঙ্গিয়ে দেন। সেখানে লেখা, বলো কি নন্দলাল! ১১৪৯ টাকার গ্য়াসে ফুটছে বিনা পয়সার চাল!


মমতার ধরনার পাশাপাশি শদিহ মিনারের আজ সভা করবেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়।তাঁর সভায় যোগ দিতে সকাল থেকেই ২৪ পরগনা, দুই মেদিনীপুর-সহ রাজ্যের বহু জেলা থেকে কাতারে কাতারেম মানুষ আসছেন অভিষেকের সভায় যোগ দিতে। শিয়ালদহ ও হাওড়া স্টেশন চত্বরে হাজার হাজার মানুষকে পতাকা হাতে বের হতে দেখা যায়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)