ওয়েব ডেস্ক: প্লাস্টিকের নোট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আপাতত পরীক্ষামূলকভাবে নেওয়া এই সিদ্ধান্তে কেবল ছাপা হবে দশ টাকার নোটই, চলূে নির্দিষ্ট কিছু শহরেই। কিন্তু কী দিয়ে তৈরি হবে এই নোট?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্লাস্টিকের নোট বা পলিমার নোট সাধারণত তৈরি হয়ে থাকে বায়াক্সিয়ালি ওরিয়েন্টেড পলিপ্রোপাইলিন (বিওপিপি) দিয়ে। যে কালিতে এই নোট ছাপা হয় তাকে বলে মেটামেরিক কালি। এই বিশেষ ধরনের কালিটির জন্যই পলিমার নোটকে বিশেষ সুরক্ষিত বলে মনে করা হয়। এই কালির তিনটি স্তরে বিশেষ সুরক্ষা ব্যবস্থা থাকে।


আরও পড়ুন- সক্রিয় ISIS যোগ, ধৃত থানের যুবক


পৃথিবীর কোন কোন দেশে এই নোট চালু আছে?
প্রথম অস্ট্রেলিয়ায় এই নোটের প্রচলন হলেও বর্তমানে অনেক দেশই পলিমার কারেন্সি ব্যবহার করে থাকে। দেখে নিন সেই দেশগুলোর নাম-


১)কানাডা
২)নিউজিল্যান্ড
৩)কুয়েত
৪)নিকারাগুয়া
৫)কেপ ভার্দে
৬)পাপুয়া নিউ গিনি
৭)দ্য গাম্বিয়া
৮)মালদ্বীপ
৯)রোমানিয়া
১০)সিঙ্গীপুর
১১)চিলি
১২)ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
১৩)ভিয়েতনাম
১৪)নেপাল
১৫)ব্রিটেন


আরও পড়ুন- বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন সম্ভবত আজই