নিজস্ব প্রতিবেদন: কোভিডের তৃতীয় ঢেউ মোকাবিলায় ৩৫টি প্রেসার সুইং অক্সিজেন প্ল্যান্টের (35 PSA Oxygen Plants ) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী (PM Modi)। বৃহস্পতিবার ঋষিকেশে এইমসের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই পিএম কেয়ার্স ফান্ডের (Pm Cares Fund) আওতায় দেশের মোট ৩৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য অক্সিজেন্ট প্ল্যান্টের (Oxygen Plant) উদ্বোধন করেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। পিএমও দফতরের মতে, এবার থেকে দেশের সব জেলায় পৌঁছবে অক্সিজেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনুষ্ঠানের শুরুতেই দেশের টিকাকরণ অভিযান (Vaccination Drive) 'বিশ্বের দ্রুততম' বলে উল্লেখ করেন মোদী। বলেন, 'এখনও পর্যন্ত দেশে ৯৩ কোটি মানুষ ভ্যাকসিন নিয়েছেন। খুব শীঘ্রই তা ১০০ কোটিতে ছোঁবে। টিকাকরণে ভারতই গোটা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। স্বাস্থ্যকর্মীদের কঠিন শ্রম ও অধ্যবসায়ের ফলেই দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করা গিয়েছে।' এছাড়াও কেন্দ্রের কোউইন অ্যাপের (Cowin App) ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।


আরও পড়ুন: Srinagar Terrorists Attacks: শ্রীনগরে স্কুলে ঢুকে জঙ্গিদের এলোপাথাড়ি গুলি, মৃত ২


পিএমও দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত দেশে পিএম কেয়ার্স ফান্ডের আওয়তায় দেশজুড়ে মোট ১২২৪টি অক্সিজেন প্ল্যান্ট হয়েছে। যার মধ্যে ১১০০ প্ল্যান্ট প্রতিদিন ১৭৫০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করতে পারে। প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া।


আরও পড়ুন: Mamata Banerjee: ব্যর্থ কংগ্রেস, বিজেপিকে পরাজিত করার দায়িত্ব এখন তৃণমূলেরই, জানালেন মমতা



উল্লেখ্য, বৃহস্পতিবার প্রশাসক হিসেবে ২০ বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে ১৩ বছর ও দেশের প্রধানমন্ত্রী হিসেবে ৭ বছর পার করলেন নমো। ২০ বছর আগে আজকের দিনেই গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন মোদী।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)