আজই কি ইস্তফা দেবেন কুমারস্বামী? আরও জটিল কর্ণাটকের রাজনৈতিক সমীকরণ
বিধানসভা ভেঙে দেওয়ার অনুরোধও করতে পারেন তিনি। বুধবারই বাবা এইচডি দেবেগৌড়ার সঙ্গে দেখা করেন কুমারস্বামী।
নিজস্ব প্রতিবেদন: আরও জটিল কর্নাটক পরিস্থিতি। মন্ত্রিসভার বৈঠকের পর আজ ইস্তফা দিতে পারেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী।
সূত্রের খবর, সকাল ১১ টায় মন্ত্রিসভার বৈঠক ডাকেন তিনি। মনে করা হচ্ছে, বৈঠক শেষে রাজ্যপাল বিজুভাই বালার সঙ্গে দেখা করে ইস্তফা দিতে পারেন কুমারস্বামী। বিধানসভা ভেঙে দেওয়ার অনুরোধও করতে পারেন তিনি। বুধবারই বাবা এইচডি দেবেগৌড়ার সঙ্গে দেখা করেন কুমারস্বামী। এই পরিস্থিতিতে কী করা উচিত, তানিয়ে কথা হয় বাবা-ছেলের।
সূত্রের খবর, যত দ্রুত সম্ভব ছেলেকে পদত্যাগের পরামর্শ দেন দেবেগৌড়া। অন্যদিকে গোটা ঘটনার জন্য মোদী-অমিত শাহ জুটিকে দায়ী করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তাঁর অভিযোগ, ইডি, সিবিআইয়ের জুজু দেখিয়ে কংগ্রেস বিধায়কদের পদত্যাগে বাধ্য করছেন মোদী-অমিত শাহ। বিজেপি পুরোপুরি অগণতান্ত্রিক, অসাংবিধানিক দল।
বুধবার বিক্ষুব্ধ বিধায়কদের বোঝাতে মুম্বই যান কংগ্রেস নেতা শিবকুমার। তবে, তাঁকে হোটেলেই ঢুকতে দেয়নি পুলিস। কর্নাটকে বিজেপি-র বিরুদ্ধে সরকার ফেলার চেষ্টার অভিযোগে আজ বাম-কংগ্রেস-তৃণমূলের যৌথ নিন্দাপ্রস্তাব পাস হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায়।