নিজস্ব প্রতিবেদন: অরুণাচল প্রদেশে এএন ৩২ বিমান দুর্ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে জানালেন বায়ুসেনার প্রধান বিএস ধানোয়া। আগামিকাল বায়ুসেনার তরফে জানানো হয়, এই ঘটনায় মৃত্যু হয় ১৩ জনের। ঘটনাস্থলে পৌঁছেছে ৮ সদস্যের উদ্ধারকারীর দল। খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


শনিবার, বায়ুসেনার প্রধান বিএস ধানোয়া বলেন, “ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে এ সব নথি। আশা করা যাচ্ছে ঘটনার বিস্তারিত জানা যাবে খুব শীঘ্রই।” বিএস ধানোয়ার দাবি, যাতে আর পুনরাবৃত্তি না হয় এই ঘটনার কারণ খুঁজে বার করতে হবে।


আরও পড়ুন- বিপ্লব দেব সম্পর্কে ফেসবুকে ‘ভুয়ো খবর’ পোস্ট, দিল্লি থেকে গ্রেফতার ত্রিপুরার যুবক


অরুণাচল প্রদেশের সিয়াং জেলার পায়ুম এলাকায় ওই বিমানের ধ্বংসাবশেষ মেলে। যুদ্ধকালীন তত্পরতায় বায়ুসেনার সুখোই এসইউ-৩০ ও সি-১৩০জে বিমান এতদিন তল্লাশি চালাচ্ছিল। গত ৩ জুন অরুণাচল-চিন সীমান্তে জোরহাট থেকে মেচুকা যাওয়ার পথে নিখোঁজ হয় এএন-৩২ বিমান। জানা যায়, দুপুর ১২টা ২৭ মিনিটে উড়েছিল বিমানটি। বেলা ১ টা নাগাদ শেষবারের মতো রেডারে ধরে পড়ে। ওই বিমানে পাইলট-সহ ৮জন বিমানকর্মী ও বায়ুসেনার ৫কর্মী ছিলেন ওই বিমানে।