ওয়েব ডেস্ক : একে নোটকাণ্ড , তার ওপর রাহুল বোমা। দুই ইস্যুতে আজ উত্তাল হবে সংসদ।  কাল সংসদের শীতকালীন অধিবেশনের শেষ দিন। এই দুদিনে স্ট্র্যাটেজি কী হবে, তা নিয়ে বৈঠকে বিরোধীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকালই কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী  তৃণমূল সহ ষোলটি বিরোধীদলকে একজোট করে তোপ দেগেছেন মোদীর বিরুদ্ধে।  এই অবস্থায় দাঁড়িয়ে মুখ খুলবেন কী প্রধানমন্ত্রী? মোদীর বিরুদ্ধে দুর্নীতির তথ্য প্রমাণ কী ফাঁস করবেন রাহুল? মোদীর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনবেন কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড? এই প্রশ্নকে সামনে রেখে আজ বসছে সংসদ। 


আরও পড়ুন, 'রাহুলের অভিযোগ ভিত্তিহীন', দাবি বিজেপি-র


পড়ুন, বিরোধীদের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ মোদী সরকারের