মুম্বই: গালফের এক ডাক্তারের প্ররোচনায়তেই আইসিস- যোগ দিয়েছিল সে। দেশে ফিরে এসে আইসিসি-এ যোগ দেওয়া ভারতীয় যুবক আরিব মাজিদ এনআইএ-কে এমনটাই জানাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এনআইএর-জিজ্ঞাসাবাদের মুখে আরিব জানিয়েছে যে আইসিস-এ যোগদানে ইচ্ছুক ভারতীয় যুবকদের নিয়োগ করেন ওই যুবক।


বহু ট্রাভেল এজেন্টও ইরাকে ভারতীয় যুবকদের নিয়োগের পিছনে সক্রিয়ভাবে কাজ করে বলেও সে জানিয়েছে।


আরিব এনআইএ কে জানিয়েছে সুযোগ পেলে সে ফের এই ইসলামিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে চায়। তার দাবি বাবা-মার চাপে বাধ্য হয়েই সে দেশে ফিরেছে।


জিজ্ঞাসাবাদে জানা গেছে যুদ্ধে নিয়োগের পরিবর্তে আরিবকে দিয়ে আইসিস নেতারা শৌচালয় পরিস্কার, কন্সট্রাকসানের কাজ এবং যুদ্ধক্ষেত্রে জল সরবারহের কাজে লাগাত।


প্রাক্তন এই আইসিসি কর্মী জানিয়েছে গুলিবিদ্ধ হওয়ার পর তুরস্কে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল।


ইরাকে প্রায় ৬ মাস কাটিয়ে শুক্রবার মুম্বই ফিরে আসার তাকে গ্রেফতার করে আইসিসি।  নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্য ও সন্ত্রাসবাদী কার্যকলাপের ষড়যন্ত্র করার অভিযোগে তার বিরুদ্ধে ইউএপিএ জারি করা হয়েছে।


এই বছরের মে মাসে মহারষ্ট্রের কল্যানের চার যুবক- মজিদ, শাহীন তাঙ্কি, ফাহাদ শেখ ও আমন ট্যান্ডেল তীর্থযাত্রার নাম করে ইরাকে গিয়ে ইসলামিক জঙ্গি গোষ্ঠি আইসিসি-এ যোগ দেয়।