বছরে ২৫ লক্ষ, দূষণে মৃত্যুতে ভারতই প্রথম
নিজস্ব প্রতিবেদন: বিশ্বের মধ্যে দূষণে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে ভারতে। সম্প্রতি এক সমীক্ষায় উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। ‘দ্য লান্সেট’ নামে এক পত্রিকায় প্রকাশিত সেই সমীক্ষার ফলে দেখা যাচ্ছে, ২০১৫ সালে এইডস, ম্যালেরিয়া ও যক্ষ্মার তুলনায় দূষণে বেশি মানুষের মৃত্যু হয়েছে। ওই বছরই বিশ্বে দূষণ-সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে ৯০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। তার মধ্যে শুধুমাত্র ভারতেই মারা গিয়েছেন ২৫ লক্ষ মানুষ।
আরও পড়ুন: প্রেমিকের দাবি মেটাতে নিজের কিডনি বেচতে সটান হাসপাতালে তরুণী
সমীক্ষায় আরও দেখা গিয়েছে, ২৫ লক্ষের মধ্যে ১৮ লক্ষ মানুষের মৃত্যুর কারণ বায়ুদূষণ। বাকি মানুষ মারা গিয়েছে জলদূষণ সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে। ২০১৫ সালে বিশ্বে যত মানুষের মৃত্যু বায়ুদূষণে হয়েছে, তার ৫০ শতাংশ ঘটেছে ভারত ও চিনে। গবেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, ২০৫০ সালের মধ্যে বছরে বিশ্বে ৪২-৬৬ লক্ষ মানুষ বায়ুদূষণে মারা যাবেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হবে দক্ষিণ ও পূর্ব এশিয়ায়।
আরও পড়ুন: দীপাবলিতে জেলে মাকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন হানিপ্রীত