নিজস্ব প্রতিবেদন: স্যুটকেস বন্দি এক মহিলার দেহ উদ্ধার করল দিল্লি পুলিস। দিল্লির অশোকনগরের কোন্দলি খাল থেকে উদ্ধার করা হয় স্যুটকেস বন্দি ওই মহিলার দেহটিকে। মহিলার পরিচয় জানা না গেলেও, তাঁর হাতে ট্যাটু করা ‘মোহিতের’ নাম পাওয়া গিয়েছে। এই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে দিল্লি পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার ধর্মশীলা রোডের কাছে কোন্দলি খাল থেকে দেহটিকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ডিসিপি জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য পাঠানো হবে দেহটিকে।  নিউ অশোক বিহার নগর থানায় অভিযোগ দায়ের করা হয়।


আরও পড়ুন- মহাজোটে যোগ দেবে না বিজেডি, নবীনের বার্তায় ব্যাকফুটে রাহুল!


স্থানীয় থানায় কোনও নিখোঁজ ডায়েরি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিস। পুলিসের প্রাথমিক অনুমান, সম্পর্কের টানাপোড়েনে খুন হন ওই মহিলা।