নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমিত হয়ে মারা গিয়েছেন স্বামী। শোকে জলাশয়ে ঝাঁপ দিয়ে ডুবে আত্মহত্যা করলেন স্ত্রী। মাকে দেখে জলে ঝাঁপ এক সন্তানেরও। অভিভাবকহীন হয়ে পড়ল আরও দুই সন্তান। মর্মান্তিক এই ঘটনা মহারাষ্ট্রের নান্দের জেলার। বৃহস্পতিবার ঘটনাটি সামনে আসে বলে নান্দের পুলিস জানিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রবিবার Lockdown-র ঘোষণা Yogi-র, মাস্ক না পরলে ১০,০০০ টাকা জরিমানা


পুলিস সূত্রে খবর, বছর চল্লিশের এক শ্রমিক তেলেঙ্গানা থেকে কাজের খোঁজে নান্দের শহর থেকে ৪০ কিমি দূরে অবস্থিত লোহা নামক জায়গায় এসেছিলেন। সেখানেই তিনি কোভিডে আক্রান্ত হন। গত মঙ্গলবার ১৩ এপ্রিল সেখানেই এক সরকারি হাসপাতালে মারা যান তিনি। খবর জানতে পেরে নিজেকে সামলাতে পারেননি স্ত্রী। তিন সন্তানকে রেখে লোহার সুনেগাঁওতে বুধবার একটি জলাশয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। মাকে দেখে ৩ বছরের সন্তানও জলে ঝাঁপ দেয়। দুজনেই মৃত বলে জানিয়েছে পুলিস।


আরও পড়ুন: সুখবর! সপ্তম পে কমিশনে পেতে পারেন Night Duty allowance


প্রসঙ্গত, মহারাষ্ট্রে বৃহস্পতিবার নতুন করে সংক্রমণ হয়েছে ৬১ হাজার ৬৯৫ টি। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৪৯ জন। মোট আক্রান্ত ৩৬ লক্ষ ৩৯ হাজার ৮৫৫ জন।